পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্রলীগ কর্মী মো. মাহিন হাওলাদার (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার বালিপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। বুধবার (৯ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাহিন বালিপাড়া ইউনিয়নের পূর্ব চর বলেশ্বর গ্রামের মো. জাকির হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত জুলাই-আগস্টে তিনি বালিপাড়া বাজারের বিভিন্ন স্থানে 'জয় বাংলা' লিখে ছবি তুলে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পাঠান। পরে সেই ছবি সংগঠনের ফেসবুক পেজে পোস্ট করা হলে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছড়ায়।
এছাড়া ফেসবুকে বিরোধী দলীয় ব্যক্তিদের ওপর হামলার পোস্ট করারও অভিযোগ রয়েছে মাহিনের বিরুদ্ধে। তার হাতে জিআই পাইপ নিয়ে তোলা দুটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে viral হয়।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, বালিপাড়ায় ছাত্রশিবির কর্মীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে মাহিনকে আটক করা হয়েছে। মারামারির মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, মাহিনের কর্মকাণ্ড এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছিল। পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে বলে তারা জানান।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।