নোয়াখালীর বেগমগঞ্জে এক ভয়াবহ ঘটনায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি মো. আহসানুল কবির (৩৭) রংপুর জেলার সদর উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কবির ও ভুক্তভোগী শিশুটি একই এলাকার পাশাপাশি দুটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার সময় শিশুটির মা-বাবা বাসায় অনুপস্থিত ছিলেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, "শিশুটি বাসা ঝাড়ু দেওয়ার সময় অভিযুক্ত তাকে জোরপূর্বক নিজ কক্ষে নিয়ে যান। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে আসামিকে গণপিটুনি দেয়।"
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, "শিশুটিকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আমরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছি।"
ওসি লিটন দেওয়ান আরও জানান, "আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত বিচার কামনা করেছেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং আসামিকে আদালতে পাঠানো হবে।