প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০:৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার রবিউল্লাহ বেপারী পাড়ায় মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে ইসলামী তাওহীদি জনতার উদ্যোগে এক বিশাল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্রতা ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয়সহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন। প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন মাদরাসা মারকাযুননুর-এর মুতামিম মুফতি রিজওয়ান রফিকী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ইমাম কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন প্রামানিক, পৌর ইমাম কমিটির সভাপতি মুফতি শামসুল হুদা, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমাদ, মুফতি আবুল হুসাইন, মুফতি আঃ লতিফ মুনসুরী, মাওলানা তারেক বিল্লাহ, হাফেজ মো. আবু সাইদ, এবং মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দেশব্যাপী খ্যাতিমান ইসলামী শিল্পীরা গজল ও ইসলামী সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। ইসলামী সংস্কৃতি ও চেতনা জাগরণের এ আয়োজনটি এলাকার ধর্মপ্রাণ জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং আগামীতে এর ধারাবাহিকতা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।