প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২১:৪১
হবিগঞ্জের মাধবপুরে সানজিদা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুন্ধাদিল গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর স্বামী ও পরিবারের সদস্যরা তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন। পরে তারা সবাই দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়।