প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১০:৪১
নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন কাতার ফেরত এক প্রবাসী। নিহতের নাম মো. আবুল বাশার ওরফে দুলাল (৫৫)। তিনি জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাওপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি।