দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী হিলি এলাকায় পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন স্বেচ্ছাসেবী সংগঠন পিপীলিকা কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার গরীব ও অসহায় দুস্থ মানুষদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) উপজেলার পাউশগাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়ে খুশি শত শত নারী-পুরুষ।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পিপীলিকা সংগঠনের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, কিডনি, নিউরোলজি, স্নায়ু, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন মেডিসিন, অর্থপেডিক সার্জারি, শিশু, নাক-কান-গলা, এবং অন্যান্য চিকিৎসাসেবা প্রদান করেন। দিনব্যাপী এই ক্যাম্পে মোট ৮ জন চিকিৎসক উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা কল্পনা বেগম (৪০) জানান, "আমরা গরীব মানুষ শহরে ভালো ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা লাগে। এখানে পিপীলিকার সৌজন্যে নিজ এলাকায় ফ্রি চিকিৎসা সেবা নিতে পেরে আমি খুবই খুশি। আমার কিডনির সমস্যা ছিল, ডাঃ কবীর হোসেনের পরামর্শ নিয়ে চিকিৎসা নিয়েছি।"
অটোরিকশা চালক মোঃ শামীম হোসেন (৫৫) বলেন, "আমি এখানে এসে ডায়াবেটিসের চিকিৎসা নিয়েছি। এলাকাতে মাইকিং শুনে এখানে এসেছি। এটা আমাদের জন্য খুবই উপকারী একটি উদ্যোগ।"
চিকিৎসাসেবা প্রদানকারী ডাঃ মোঃ কবীর হোসাইন বলেন, "ঈদের ছুটিতে গরীব ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিতে পেরে আমি খুব খুশি। পিপীলিকার মতো স্বেচ্ছাসেবী সংগঠন যে ভাবে প্রতি বছর এই ধরনের ক্যাম্পের আয়োজন করে, তা সত্যিই প্রশংসনীয়।"
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, "পিপীলিকা সংগঠন মানবতার সেবায় যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। তাদের এমন উদ্যোগকে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।"
হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজিজার রহমান বলেন, "এটা এলাকার শিক্ষিত তরুণ-যুবকদের একটি ভালো উদ্যোগ। এলাকার গরীব-দুস্থ মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে পেরে উপকৃত হয়েছে।"
পিপীলিকার সভাপতি মোঃ মনিরুল ইসলাম জানান, "পিপীলিকা মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার মাধ্যমে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। প্রতি বছর এই সংগঠনের মাধ্যমে এলাকার গরীব দুস্থদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।"
এ সময় উপস্থিত ছিলেন, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ, পিপীলিকার উপদেষ্টা জামায়াত নেতা মোঃ খায়রুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।