ঈদ মানেই আনন্দ, এবং সেই আনন্দ ভাগাভাগি করার জন্য পবিত্র ঈদ উল ফিতরের এই সময়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'আলোর ঠিকানা'। গত রোববার সকাল ১০টায় উপজেলার কাটলাবাজারের মেধাবিকাশ স্কুল মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর প্যাকেজে এক কেজি চিনি, দুই কেজি সেমাই, নুডুলস, গুঁড়াদুধ, কিসমিস ও বাদাম অন্তর্ভুক্ত ছিল। এই খাদ্যসামগ্রী গ্রহণ করতে প্রায় ২নং কাটলা ইউনিয়নের বিভিন্ন সীমান্তবর্তী গ্রামের অসহায় নারী-পুরুষেরা সংগঠনের আয়োজিত স্থানে এসে খাদ্যসামগ্রী গ্রহণ করেন।
এই আয়োজনের পরিসমাপ্তিতে উপস্থিত ছিলেন আলোর ঠিকানার কার্যকরী কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
দক্ষিণ দাউদপুর গ্রামের বাসিন্দা সাহিদা বেগম বলেন, "একদিন বাদেই ঈদ, তবে এখনও সেমাই কিনতে পারিনি। আলোর ঠিকানার লোকজন আমাকে বাড়িতে খবর দিয়ে ডেকে আনল, সেমাই-চিনি দিল, যা আমার খুব উপকার হলো।"
এ বিষয়ে আলোর ঠিকানার সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম বলেন, "আমরা 'মানবতার সেবায় আমরা সবাই' স্লোগানকে সামনে রেখে প্রতিবছরই এলাকার দুঃস্থ ও সাধারণ মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করি। আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।"
স্থানীয় সমাজকর্মী ও ঢাকা জজ কোর্টের আইনজীবী মোকিম উদ্দিন বলেন, "আলোর ঠিকানা বিরামপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার দরিদ্র মানুষের পাশে থেকে যেভাবে সহায়তা প্রদান করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা তাদের ভবিষ্যৎ সামাজিক কার্যক্রমের সফলতা কামনা করছি।"
এ সময় উপস্থিত ছিলেন আলোর ঠিকানার সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, অর্থসচিব সেলিম হোসেন, সমাজকল্যাণ সম্পাদক ইবনে মুরাদ, সদস্য জালাল উদ্দীন রুমী, নূর মোহাম্মদ অন্তর ও নূর মোহাম্মদ লিটু প্রমুখ।