প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:৪৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উদযাপিত হয়েছে। শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল শাহী ঈদ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজে মুসল্লিদের ঢল নামে। ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জায়নামাজ হাতে নিয়ে শাহী ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টায় 'শাহী ঈদগাহ' মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।