প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১৯:৪৭
নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে, যা মুহূর্তেই এলাকাটি উত্তপ্ত করে তোলে। সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন।