ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সুলতানি আমলের পুরনো ঢাকার ঈদ মিছিলের অনুসরণে এ আয়োজন করা হয়। সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে রোববার রাত সাড়ে আটটায় শ্রীমঙ্গল জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয়।
ঈদের আগের রাতকে আরও আনন্দময় করতে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে ধ্বনিত হয় ‘এক দুই সাড়ে তিন, রাত পোহালেই ঈদের দিন’, ‘সেমাই পায়েস ঝাল তবারক, ঈদ মোবারক ঈদ মোবারক’, ‘নতুন রাত, বাঁকা চাঁদ, রঙিন হোক ঈদের রাত’সহ নানা উৎসবমুখর শ্লোগান। মিছিলে অংশগ্রহণকারীদের আনন্দ-উল্লাসে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলার সদস্য মাহমুদুল হাসান নাঈম, তালামিযের শাহজাহান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, ঈদের চাঁদ দেখার আনন্দ ভাগ করে নেওয়া এবং উৎসবের আমেজ ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।
মিছিলে আরও উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম, ছাত্র মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাহফুজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা তালামিযের সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রায়হানসহ অনেকে।
এবারের ঈদ আনন্দ মিছিলটি বিশেষ তাৎপর্য বহন করে। দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া ঈদ মিছিলের ঐতিহ্য ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। তারা বলেন, ঈদ শুধু নামাজ পড়ে শেষ হয়ে যায় না, এটি সামাজিক উৎসবও। তাই এই ঐতিহ্যকে ধরে রাখা উচিত।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঈদ মিছিলের ঐতিহ্য ফিরিয়ে আনার কথা বলা হয়। সেই ধারাবাহিকতায় এবার শ্রীমঙ্গলে বর্ণাঢ্য এই ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
স্থানীয়দের অনেকেই এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, পুরনো ঐতিহ্য পুনরুজ্জীবিত হওয়ায় তারা আনন্দিত। অনেকে এমন আয়োজন প্রতি বছর ধরে রাখার আহ্বান জানান।
ঈদের আগের রাতে এমন একটি আনন্দময় আয়োজন শ্রীমঙ্গলের ঈদ উদযাপনকে আরও রঙিন করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।