প্রকাশ: ১ এপ্রিল ২০২৫, ৯:৪৯
নওগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে চার আসামি আটক। মান্দা উপজেলার ছোটবেলালদহ গ্রামের রফিকুল ইসলাম সোহাগ, বড়পই গ্রামের আশরাফুল ইসলাম সুইট, বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার আসাদুজ্জামান মুন্না এবং বিজয়পুর মধ্যপাড়া গ্রামের নাসির উদ্দিনকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী পিকআপ চালক হিসেবে কাজ করেন। তারা একটি ভাড়া বাসায় থাকতেন। ঈদের সময় তাদের কন্যাকে নারীর বাবার বাড়িতে রেখে আসেন। রাতে স্বামী পিকআপ চালাতে বের হলে বাড়িতে একা থাকা নারীকে লক্ষ্য করে আসামিরা হামলা চালায়।