প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ২৩:৫৮
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকাসহ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনাপ্রধান সেনা সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি সেনাসদস্যদের উৎসাহিত করেন ও তাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সেনা ক্যাম্পে উপস্থিত সদস্যদের সঙ্গে তিনি প্রীতি ভোজে অংশ নেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এছাড়া তিনি তাদের দায়িত্ব পালনের ব্যাপারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সামরিক হাসপাতাল পরিদর্শনকালে তিনি সেখানে চিকিৎসাধীন সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দেন। এর আগে সেনাপ্রধান সম্প্রতি ভাসানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সম্ভাব্য সহায়তা প্রদানের আশ্বাস দেন।