প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২১:২৯
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি গ্রামের ষাটোর্ধ রাজিয়া বেগম জীবনের শেষ প্রান্তে এসে একা লড়াই করছেন দারিদ্র্য ও অসহায়ত্বের সাথে। এক জরাজীর্ণ, ভাঙা ঘরে বসবাস করেন তিনি, যেখানে কোনো রকম নিরাপত্তা নেই। মাথার উপর ফাটা টিনের ছাউনি, দেয়ালে জীর্ণ কাঠ এবং বাঁশের অবলম্বন—এ যেন দারিদ্র্যের এক কষ্টকর চিত্র। তার এই অসহায় অবস্থার মধ্যে ত্রাণকর্তা হয়ে কেউ এগিয়ে আসেনি। স্বামী মারা যাওয়ার পর থেকে দীর্ঘ এক দশক ধরে একাই দিন কাটাচ্ছেন।