রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ঈদ উপলক্ষে ১৫০ জন রিক্সা ভ্যান শ্রমিকের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় ১০ কেজি করে এ চাউল বিতরণ করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ চাউলগুলো বিতরণ করেন।
সভাপতিত্ব করেন দৌলতদিয়া রিক্সা ভ্যান শ্রমিক ঐক্য কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রকমান শেখ। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিরাজ শেখের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার হোসেন মোল্লা, সাধারন সম্পাদক কাশেম আলী, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহীদ পাল, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাইনুদ্দিন সরদার, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মো. সুমন মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, রোজার মধ্যে ঘাট এলাকায় যাত্রী সংখ্যা কম হওয়াতে উপার্জন কমে গেছে এ সকল শ্রমিকদের। যে কারনে ঈদের আগে তাদের জন্য এই সহায়তাটুকু দেয়া হলো।
তিনি আরও বলেন, দৌলতদিয়া ঘাট কেন্দ্রীক আপনারা একটি খারাপ কাজ বেছে নিতে পারতেন, সেটা না করে নিজের আত্মসম্মান বজার রাখার জন্য নিজেরা রিক্সা, ভ্যান চালানোর পথ বেছে নিয়েছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এজন্য আমি আপনাদের কাছে আসছি। খারাপ কাজ না করেও আপনারা ভালো কাজে আছেন এজন্য আপনাদের আবারো সাধুবাদ জানাই।
শেষে তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, আসন্ন ঈদ সহ সারা বছরই যেসকল যাত্রী ঘাট ব্যবহার করে বাড়ি ফিরে তাদের কাউকে আপনারা হয়রানি করবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ, কেউ যেন আপনাদের নামে কোন বাজে কথা না বলে।