রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পোড়াভিটা এলাকা হতে একটি ব্যাটারি চালিত ভ্যান ও ৯ টি ভ্যানের ব্যাটারি চার্জার সহ একজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড খানখানাপুর রেলস্টেশন এলাকার মৃত সিদ্দিক শেখের ছেলে মো. সোহান শেখ (২১)।
থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় নিয়মিত পুলিশি অভিযান পরিচালনার সময় গোয়ালন্দ ঘাট থানার এসআই (নিঃ) মো. সেলিম মোল্ল্যা সঙ্গীয় ফোর্সসহ ২৫ মার্চ রাত সাড়ে ৩ টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা শহিদ এর হোটেলের সামনে থেকে মালামালসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে জেলা বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।