প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২১:৩৭
বরিশাল শহরে বালুমহাল ইজারা দরপত্র জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেনা সদস্যকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে নগরীর রিচমার্ট আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত সেনা সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশাল কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।