প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৮:৫৬
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দুধসর গ্রামে অজ্ঞান পাটির কবলে পড়ে দুটি পরিবার। সোমবার গভীর রাতে দূর্বৃত্তরা ওই গ্রামের ব্যবসায়ী বিজু চাকী ও সুমন চাকীর বাড়িতে প্রবেশ করে। তারা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা বাড়িতে থাকা প্রায় পনেরো ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।