প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২০:৫
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, যে চাল প্রতি পরিবারের জন্য ১০ কেজি বরাদ্দ ছিল, সেই চালের পরিমাণ কম দেয়া হয়েছে। কয়েকজন পেয়েছেন ৮ বা ৯ কেজি, যা তাদের দাবি অনুযায়ী অস্বাভাবিক। অভিযোগকারীদের মতে, এই বিতরণে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বও দেখা গেছে।