প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০:৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্দানশীন নারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যাচাই করে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের কলেজ রোডে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে ‘মৌলভীবাজার পর্দানশীন নারী অধিকার পরিষদ’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন হয়।
সংগঠনের আহ্বায়ক আহমদ মরিয়ম বেগম লিখিত বক্তব্যে জানান, দীর্ঘ ১৬ বছর ধরে পর্দানশীন নারীদের মুখচ্ছবি না তোলার কারণে এনআইডি থেকে বঞ্চিত করা হয়েছে, যা মানবাধিকারের লঙ্ঘন। তারা দাবি করেন, ছবি ছাড়া শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাই করে এনআইডি প্রদান করতে হবে এবং এনআইডিতে মুখচ্ছবি বাধ্যতামূলক রাখা যাবে না।
মানববন্ধনে বক্তারা বলেন, পর্দানশীন নারীদের ধর্মীয় অধিকার ও গোপনীয়তা নিশ্চিত রাখতে মহিলা অফিস সহকারী নিয়োগ দিয়ে নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বিগত সময়ে যারা এ প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।
মানববন্ধনে আহমদ রহিমা বেগম, আহমদ আছিয়া বেগম, আহমদ শাহানা আক্তার ও আহমদ সানজিদা আক্তার কলিসহ অন্যান্যরা বক্তব্য দেন। তারা বলেন, নাগরিক অধিকার থেকে কোনোভাবেই পর্দানশীন নারীদের বঞ্চিত করা যাবে না। যদি এনআইডি প্রদান সহজ করা না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।
এ সময় ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে প্রায় দুই শতাধিক পর্দানশীন নারী মানববন্ধনে অংশ নেন। তারা ফিঙ্গারপ্রিন্ট ভিত্তিক এনআইডি প্রদানের পক্ষে স্লোগান দেন এবং দ্রুত এ সমস্যার সমাধান চেয়ে সরকারের প্রতি আহ্বান জানান।
পরে পর্দানশীন নারী অধিকার পরিষদের আহ্বায়ক আহমদ নিশা মীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা নির্বাচন অফিস ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাদের দাবিগুলো তুলে ধরা হয়।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের পর সংগঠনের নেতৃবৃন্দ জানান, যদি দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা না হয়, তাহলে পর্দানশীন নারীরা আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন এবং প্রশাসনের কাছে বারবার আবেদন জানাতে বাধ্য হবেন।
এনআইডি সংক্রান্ত এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছে বলে জানা গেছে।