প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১:৪৪
রাজবাড়ীর গোয়ালন্দে দুইদিন ব্যাপী হিম উৎসবের আয়োজন করেছে স্টুডেন্ট কমিউনিটি গোয়ালন্দ। রবিবার (২৬ জানুয়ারি) নানা আয়োজনের মাধ্যমে উৎসবটি শেষ হয়েছে।
এর আগে গত শনিবার (২৫ জানুয়ারি) বেলা ৩ টার দিকে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ প্রঙ্গনে "স্টুডেন্ট কমিউনিটি গোয়ালন্দ" এর আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ হিম উৎসবটি উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
উৎসবটি ঘিরে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয়েছে। দুপুর ২টা হতে রাত ৮ টা পর্যন্ত চলছে এ উৎসব। উৎসবে মোট ২৮টি স্টল রয়েছে।
নানা ধরনের পিঠাপুলি, আচার, হস্তশিল্প, লাইব্রেরী, অর্গানিক ফুড, ফুল ও কুটির শিল্পের বাহারি পসরা সাজিয়ে বসেছেন নারী ও পুরুষ উদ্যোক্তারা।