প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৯
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। পৌষের তীব্র শীতে কাবু শিশু ও বয়স্কদের কষ্ট লাঘবের জন্য জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়।
রবিবার রাতে হাকিমপুর উপজেলার হিলি রেলস্টেশন এলাকায় অবস্থিত বাংলাহিলি আল আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬০টি কম্বল বিতরণ করেন ইউএনও। এরপর আরও একটি মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন তিনি।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ইউএনও অমিত রায়কে কম্বল নিয়ে উপস্থিত হতে দেখে তারা আনন্দিত হন। শীতের রাতে এমন উপহার পেয়ে তারা জেলা প্রশাসক ও ইউএনও’র জন্য দোয়া করেন।
ইউএনও অমিত রায় জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় হাকিমপুর উপজেলার ২২টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য রাতেই ২৬০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। তিনি বলেন, "মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআনের আলো ছড়ানোর দায়িত্ব পালন করে। তাদের শীত নিবারণে সামান্য হলেও সাহায্য করতে পেরে ভালো লাগছে। সমাজের বিত্তবানদেরও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।"
শীতবস্ত্র বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল ওহাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুরের উত্তরের অবস্থান এবং হিমালয়ের সন্নিকটে হওয়ায় এই এলাকায় শীতের প্রকোপ বেশি। এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।