প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০:৩৩
বাংলাদেশের বঙ্গোপসাগরের সমুদ্রসীমা থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ৭৯ জন নাবিককে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে মোংলা বন্দরের হিরন পয়েন্টের কাছে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত দুটি ট্রলার হলো এফভি মেঘনা-৫ এবং এফভি লায়লা-২।
এফভি মেঘনা-৫ ট্রলারটি চট্টগ্রামের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন, আর এফভি লায়লা-২ ট্রলারটি চট্টগ্রামের সিদ্দিকুর রহমানের প্রতিষ্ঠান এসআর ফিশিংয়ের অধীনে পরিচালিত হয়। এফভি মেঘনা-৫ এ ৩৭ জন নাবিক এবং এফভি লায়লা-২ তে ৪২ জন নাবিক ছিলেন। মালিকপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নাবিকরা তাদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি জানিয়েছেন, তবে কেন ট্রলারগুলো আটক করা হয়েছে বা কোন কারণে তাদের আটক করা হয়েছে, সে সম্পর্কে সঠিক কোনো তথ্য তারা পায়নি।
তবে, সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক জানান, সবশেষ খবর অনুযায়ী, আটককৃত ট্রলারগুলো ভারতের উড়িষ্যা দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তারা এই ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত জানেন না।
বাংলাদেশ নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মাকসুদ আলম বলেন, তিনি ঘটনাটি জানিয়েছেন এবং তারা বিষয়টি খতিয়ে দেখবেন। তবে, বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা শাকিল আহমেদ জানান, তিনি বিষয়টি মিডিয়ার মাধ্যমে শুনেছেন, তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি বা অভিযোগ পায়নি। এর ফলে তিনি ঘটনাস্থল বা অন্যান্য তথ্য নিশ্চিত করতে পারছেন না।
এদিকে, বাংলাদেশের মৎস্য অধিদপ্তরও বিষয়টি জানিয়েছে, তবে তারা এখনও সরকারের পক্ষ থেকে বিস্তারিত কোনো পদক্ষেপ গ্রহণের ব্যাপারে নিশ্চিত নয়। বর্তমানে দুই দেশের সমুদ্রসীমায় এই ধরনের ঘটনা নিয়মিত হওয়ার কারণে তা বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও মৎস্য সম্পদের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।