প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৪, ১:৩৭
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানের পদত্যাগের দাবিতে সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারিয়া মাদ্রাসা মাঠে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন যে, মাদ্রাসার অফিস সহকারি পদে নিয়োজিত একজন ব্যক্তি গত ২০ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। চলতি বছরের শুরুতে মাদ্রাসার সুপার সাইদুর রহমান তথ্য গোপন করে নতুন একজন অফিস সহকারী নিয়োগ দেন, যা নিয়ে অফিস সহকারী ও সুপারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সম্প্রতি, সুপার মাদ্রাসার একজন শিক্ষার্থীকে দিয়ে অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগপত্র লিখিয়ে নেন।
অভিযোগের বিষয়টি জানার পর, অভিযোগকারী শিক্ষার্থী এবং তার সহপাঠীরা সুপারের কাছে অভিযোগপত্র ফেরত চেয়ে ব্যর্থ হন। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা সুপারের কক্ষে এবং মাদ্রাসার সব শ্রেণি কক্ষে তালা দিয়ে দেয়।
পরবর্তীতে, সোমবার দুপুরে শিক্ষার্থীরা সুপারের বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে।
উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসার সভাপতি গোলাম ফেরদৌস বলেছেন, "মাধ্যমিক বিভাগ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
এদিকে, মাদ্রাসার সুপার সাইদুর রহমান জানিয়েছেন যে, বিষয়টি তার নজরে এসেছে এবং তিনি সুষ্ঠু তদন্তের জন্য প্রস্তুত আছেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে শিক্ষার্থীরা সুপারের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন, যা স্থানীয় প্রশাসন ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।