টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৯ ব্যাচের ক্লাব-৯৯ এর উদ্যোগে অত্র সংগঠনের সামনে শতাধিক অসহায় ও হতদরিদ্রের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, সেমাই, দুধের প্যাকেট ও একটি করে তাজা মুরগি।
এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি ফরহাদ তালুকদার, সংগঠনের প্রধান উপদেষ্টা রনজিত কুমার কর্মকার, সভাপতি লিয়াকত হোসেন বাবু, সহ-সভাপতি ফিরোজ আলম সোহেল, গোবিন্দ চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক শাহিন আলম, সাংবাদিক কোরবান আলী তালুকদার, ফুয়াদ হাসান রঞ্জু সহ ক্লাব ৯৯ এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।