https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন হাফিজ মাছুম আহমদ

শেয়ার করুনঃ
 ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন হাফিজ মাছুম আহমদ

দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য অন্যতম আনন্দের দিন হলো ঈদুল ফিতর। এটি আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ করে দেয়।  

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি কিছু ঈমানদার, মুত্তাকী ও দেশপ্রেমিক ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। আর্থিক সহায়তা, ইফতার ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে তাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে। এ উদ্যোগকে তিনি স্বাগত জানিয়ে বলেন, সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।  

তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। ঈদের প্রকৃত শিক্ষা হলো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে, সেটাই হওয়া উচিত সবার লক্ষ্য।  

তিনি মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে বলেন, বর্তমান বিশ্বে নির্যাতিত মুসলমানদের অবস্থা অত্যন্ত করুণ। তাই আমাদের উচিত তাদের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা। একে অপরের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই প্রকৃত শান্তি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব। ঈদুল ফিতর হোক সেই অঙ্গীকারের সময়। সমাজের প্রত্যেককে তাদের নৈতিক দায়িত্ব পালন করতে হবে, তবেই সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হবে।  

তিনি সবাইকে ইসলামের আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, ঈদ হোক আত্মশুদ্ধি, সংযম ও পরিশুদ্ধতার প্রতীক। সবাই যেন পরিবার-পরিজনের সঙ্গে শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে ঈদ উদযাপন করতে পারে, সেই কামনাই করেন তিনি।  

তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, দেশের উন্নতি ও অগ্রগতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঈদের আনন্দ যেন কেবল শহর কেন্দ্রীক না থাকে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝেও তা ছড়িয়ে দিতে হবে।  

পরিশেষে তিনি সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে বলেন, ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ ও শান্তি। তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, "ঈদ মোবারক।"

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

বানারীপাড়ায় খালে গোসল করতে নেমে নিখোঁজ তৃতীয় শ্রেণীর ছাত্রী

বানারীপাড়ায় খালে গোসল করতে নেমে নিখোঁজ তৃতীয় শ্রেণীর ছাত্রী

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ হ্যালিপ্যাড সংলগ্ন খালে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছে ৮ বছর বয়সী মালিহা। সে ওই গ্রামের মৃত বাদশা খানের নাতি এবং মৎস্যজীবী মো. রাসেলের মেয়ে। মালিহা স্থানীয় জম্বদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বুধবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে মালিহা তার নানা বাড়ির সামনে জম্বদ্বীপ খালে গোসল করতে নামলে স্রোতের টানে

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলা জামায়াতে ইসলামী অফিস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমির জনাব মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।  উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ

ঈদ উৎসব বঞ্চিত শহীদ হাফেজ জসিম উদ্দিনের পরিবার

ঈদ উৎসব বঞ্চিত শহীদ হাফেজ জসিম উদ্দিনের পরিবার

বরিশালের বানারীপাড়ার পূর্ব সলিয়াবাকপুর গ্রামের হাফেজ মো. জসিম উদ্দিন গত বছরের ঈদে তার স্ত্রী ও সন্তানদের জন্য নতুন পোশাক, কসমেটিক্স, খেলনা এবং নানা খাবার নিয়ে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন। কিন্তু এবার ঈদের দিন তার অনুপস্থিতিতে গোটা পরিবারে বিষাদ নেমে এসেছে। স্ত্রী সুমি আক্তার, মেয়ে জান্নাত ও ছেলে সাইফ তার কবরের পাশে বারবার গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। দেড় বছর বয়সী সাইফ

বরিশালে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া রোধে যৌথ অভিযান

বরিশালে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া রোধে যৌথ অভিযান

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল নগরীর রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান চালিয়েছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং সড়কে ফিটনেস সার্টিফিকেট ছাড়া পরিবহন চলাচল রোধ করার জন্য এটি বিশেষভাবে গৃহীত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও

ছেলে সন্তানের বাবা হলেও মুখ দেখা হল না সেই পুলিশ সদস্যর

ছেলে সন্তানের বাবা হলেও মুখ দেখা হল না সেই পুলিশ সদস্যর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্য রনি সিকদার ছেলে সন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তার স্ত্রী সুমি আক্তার একটি ছেলে সন্তানের জন্ম দেন। এই ঘটনা ঘটে রনির দাফনের মাত্র এক ঘণ্টা পরে। রনি সিকদার (২৬) গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ২৮ মার্চ, রনি স্ত্রীর অস্ত্রোপচার করানোর জন্য ছুটি নিয়ে টাঙ্গাইলের গ্রামের বাড়ি যাওয়ার পথে গাজীপুরের