প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৩
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন এডহক কমিটি গঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এক বর্ধিত সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। উপজেলার তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে সভাপতি এবং ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্তকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার, মোস্তাফিজুর রহমান, সামছুল আলম, জহিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আসাদুল ইসলাম, মোখলেছুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার, শাহবাজ উদ্দিন মিঞা, মমতাজ মহল, সহকারী প্রধান শিক্ষক এসএম ছাত্তার, আব্দুল লতিফ, মোমিন তরফদার, সহকারী শিক্ষক মাহবুব আলম চৌধুরী, মোবারক হোসেন, রহমান চকদার, রুখসানা আক্তার এবং অফিস সহকারী আব্দুল কাদের।
নবনির্বাচিত সদস্য সচিব সন্তোষ কুমার দত্ত বলেন, "উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। আমি সকল শিক্ষক ও কর্মচারীদের ধন্যবাদ জানাই এবং সমিতির কার্যক্রমকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করি।"
এই বর্ধিত সভায় উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির আওতাধীন ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
সভাপতি সেলিমুজ্জামান তালুকদার সেলু নবগঠিত কমিটির উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বলেন, "মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে আমরা একযোগে কাজ করব। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান, শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা একসাথে কাজ করে যাবো।" তিনি আরও বলেন, "শিক্ষকদের মাঝে ঐক্য ও সংহতি বজায় রাখতে এবং শিক্ষাক্ষেত্রে উদ্ভূত যে কোনো সমস্যার সমাধানে আমরা একটি কার্যকরী ভূমিকা পালন করতে বদ্ধপরিকর।"
নবগঠিত এডহক কমিটির কার্যক্রম শুরুর মাধ্যমে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে সকলের প্রত্যাশা।