প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ২৩:৩৬
পিরোজপুরে পুলিশের তদন্তকারী সংস্থা পিবিআই এর প্রেস রিলিজ গাইডলাইন্স ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার পিরোজপুরের পিবিআই এর কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর আয়োজনে পিরোজপুরের পিবিআই এর পুলিশ সুপার মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে ভিডিও গ্রহন ও এডিটিং বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন এনটিভির পিরোজপুর করেসপন্ডেন্ট রশিদ আল মুনান সুজন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)এর পিরোজপুরের জেলা প্রতিনিধি গৌতম নারায়ন রায় চৌধুরী।
এ সময় প্রশিক্ষকরা পিরোজপুর পিবিআই এর ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরদের প্রেস রিলিজ সহজ ভাবে প্রকাশ করা, ভিডিও গ্রহন এবং ভিডিও এডিটিং কৌশল সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।