প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১:৩৭
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে খাদ্যবান্ধব কর্মসূচি ১৫ টাকা কেজির দরের ১০ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের গুদারাঘাট এলাকা থেকে চাল জব্দ কর হয়েছে।
সরেজমিনে জানা যায়, শাহবাজপুর প্রথম গেইটের সামনে রাস্তার সংলগ্ন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার শাখ কাইয়ুমের ঘর। ঐ ডিলারের ঘরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হচ্ছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা বলেন, এই ডিলারের পাশে থেকেই চাল গুলো সুবিধাভোগী দের কাছ থেকে ক্রয় করেন ব্যক্তিরা। এবং তারা আরো বলেন ডিলারের ঘরের পার্শে থেকে কিভাবে সুবিধাভোগীদের কাছ থেকে এই চাল ক্রয় করেন ব্যক্তিরা। আমাদের জানা মতে ডিলারের ঘরের আশে পাশে থেকে কেউ চাল ক্রয় করতে পারবেনা। এখানে প্রশাসনের নজরদারী দরকার।
এবিষয়ে ডিলার শাহ মো. কাইয়ুম সাথে কথা বললে তিনি বলেন,এখান থেকে কোন চাল জব্দ করা হয়নি বলে বিষয়টি অস্বিকার করেন। শাহবাজপুর ইউপি পরিষদ চেয়ারম্যান মো. খায়রুল হুদা চৌধুরী বাদল বলেন,গতকাল (১৩ মার্চ) বুধবার দুপুরে ইউএনও স্যার আমাকে ফোন দিয়ে বলেছে আপনার ইউনিয়ন থেকে চাল বাহির হচ্ছে। এই পর আমি গ্রাম পুলিশ পাঠিয়ে বুড্ডা গ্রামের গুদারাঘাট থেকে ১০ বস্তা চাল জব্দ করা হয়।এখন জব্দকৃত ১০ বস্তা চাল ইউনিয়ন পরিষদে আছে।
সরাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.নুর আলী জব্দ করা১০বস্তা চাল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ১৫ টাকা কেজি দরের চাল বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন,সুবিধাভোগীরা ডিলারের কাছ থেকে চালগুলো কিনে বিক্রি দিয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে কোন কোন সুবিধাভোগীদের চালগুলো বিক্রি দিয়েছেন তাঁদের চিহ্নিত করার কাজ চলছে। জব্দকৃত১০বস্তা চাল শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে রাখা হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া বলেন, এ বিষয়ে জিডি করা হয়েছে। ডিলারে সম্পৃক্ততা আছে কিনা আমরা এই বিষয়ে যাচাই-বাছাই কাজ চলছে।সুবিধাভোগী রা খাদ্যবান্ধব কর্মসুচির চাল বিক্রি করতে পারবেন না।
অপরদিকে এলাকাবাসীর অভিযোগ, নামেই রয়েছে ট্যাগ অফিসার কোন ডিলারের ঘরেই চাল বিতরণের সময় সর্বক্ষণ ট্যাগ অফিসারকে উপস্থিত পাওয়া যায়না । আবার কিছু কিছু ডিলারের নামে অনিয়মের অভিযোগ থাকলেও তাঁদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না।