প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০:৩৪
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চাপাইর ইউনিয়নে বড় গোবিন্দপুর গ্রামে সৌদি প্রবাসী আলহাজ্ব সামছুল হক পালোয়ানের বাড়িতে সৌউদিয়া ভিলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে ঘরে ঢুকে চুরির বিষয়টি বুঝতে পারেন ওই প্রবাসী বাড়ির কেয়ারটেকার মোঃ সামেজ উদ্দিন।
বাড়ি কেয়ারটেকার সামেজ উদ্দিন যদি জানান, ২-৩ দিন পর পর ওই বাড়ির ভিতরে পরিষ্কার রাখতে ঝাড়ু দিতে যাই। তখন দেখি ওই বাড়ির মেন গেটের তালা ভাঙ্গা ভিতরে ঢুকিয়ে দেখি সমস্ত ঘরের চারটি দরজার তালা ভাঙ্গা ও ঘরের ভিতরে থাকা আলমারির শোকেস সব দরজার তালা ভেঙ্গে জিনিসপত্র এলোমেলো করে সব কিছুই লুট করে নিয়ে গেছে । এর আগে রাতের যে কোনো সময় এই বাড়িতে চুরি হয়েছে । পর কেয়ারটেকার দেখে মালিক কে ফোন দেয়। ফোন পেয়ে প্রবাসীর স্ত্রী মেয়েরা আসেন। সৌদি প্রবাসী৷ থেকে আলহাজ্ব সামছুল হক পালোয়ান চেয়ারম্যান কে অবহিত করেন। পরে চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু এই বাড়িতে এসে পরিদর্শন করেন বলেন, ঘটনাটা দুঃখজনক যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
সৌদি প্রবাসী প্র আলহাজ্ব সামছুল হক পালোয়ান জানান, বাড়ি থেকে চোরের দল বাসায় রক্ষিত নগদচুরি হয়েছে ৬ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্তত ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। কালিয়াকৈর থানার চাপাইর ইউনিয়ন বিট পুলিশ আমজাদ হোসেন বলেন,ওই প্রবাসীর বাড়িতে গিয়েছিলাম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । প্রবাসী সামছুল হক পালোয়ান জানান, থানায় একটি অভিযোগ প্রক্রিয়াধিন রয়েছে।