প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ৩:৩৭
চট্টগ্রামে এক হিন্দু দম্পতিকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে হুমকিদাতা সম্পর্কে বিস্তারিত কিছু জানতে না পারায় আইনী সহায়তার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন ভুক্তভোগী সানিয়া বড়ুয়া (জিডি নম্বর ২৭৭২)।
সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের ১৩ মে প্রেমের সম্পর্কে জড়িয়ে ফটিকছড়ি থানার ধর্মপুর গ্রামের মৃত দুর্গাপদ ধরের পুত্র পলাশ ধরের সঙ্গে হিন্দু ধর্মীয় রীতি অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তারা উভয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছেন। বিয়ের কয়েকদিন পরই অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে ধর্মীয় উস্কানীমূলক পোস্ট করে। যাতে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন।
ভুক্তভোগী সানিয়া বড়ুয়া জানান, তিনি বৌদ্ধ ধর্মীয় হলেও হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বিয়ে করেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন তিনি কখনো ধর্মান্তরিত হবেন না। এ কারণে সকল প্রতিবন্ধকতার পরও তারা কোন আইনী ব্যবস্থা গ্রহণ করেননি। তবে গত ২০ অক্টোবর দুস্কৃতিকারীরা কোতয়ালী থানাধীন হেমসেন লেইনস্থ নীহার কুঞ্জ নামক ভবনের ভাড়াটিয়া বাসায় একটি চিরকুট রেখে যায়। যাতে লেখা ছিল "ধর্মান্তরিত বিরুদ্ধে রুখে দাড়ানো হবে, জবাই করা হবে, কঠোর আন্দোলন করা হবে"। এরপর গত ২৪ অক্টোবার বাসার গলির মুখে আমরা বের হলৈ ২/৩জন দুস্কৃতিকারী এসে আমাকে হিন্দু ধর্মের ছেলেকে কেন বিয়ে করেছি বলেই অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এসময় আমার স্বামী প্রতিবাদ করলে তাকে মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়। এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় না দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পরে।
সানিয়া জানান, এ ঘটনার পর থেকে তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। সানিয়া বলেন, খ্রীস্টান ধর্মের মেয়ে হয়ে হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করার কারণেই হয়তো একটি পক্ষ এমনটা করছে। এজন্য তিনি তার মা-বাবা, ভাই-বোনদের নিয়েও চিন্তিত। দুস্কৃতিকারীরা তাদেরও ক্ষতি করতে পারে। তাই তিনি গতকাল ২৬ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা কামনা করেছেন।