প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ৪:১২
সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংক লিমিটেডের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা কার্যালয় এসবের আয়োজন করে।
ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। প্রধান আলোচক ছিলেন ভূরুঙ্গামারী ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মো. মাহবুবুল আলম।নাগেশ্বরী উপ-শাখার ইনচার্জ ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মশিউর রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
ভূরুঙ্গামারী শাখার ব্যবস্থাপক ও ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ কে এম মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক আজিজুর রহমান স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল ও আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।