প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১:৩৯
পিরোজপুরের কাউখালীতে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল, প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, ডিলার শিশির কর্মকার সংশ্লিষ্ট ট্যাগ অফিসার।
মঙ্গলবার সকালে (২৮ মার্চ) কাউখালী উপজেলা সদর ইউনিয়ন থেকে উপজেলা পরিষদ চত্বর ও বাশুরী ফায়ার সার্ভিস চত্বর এই দুইটি স্পট থেকে মোট ২ হাজার একশত বার জনের কাছে টিসিবি পণ্য বিক্রি করা হয়।
৪৭০ টাকার প্যাকেজে ভিতরে রয়েছে, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি মুশুরি ডাল ও এক কেজি ছোলা বুট।