প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০:০
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বিধিমালা ২০১৮ ও জাতীয় পরিকল্পনা বাস্তবায়নসহ জেন্ডার সমতা শিশু সুরক্ষায় বিষয়ক সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা বৃহস্পতিবার(২৩ফেব্রুয়ারী) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: সাইফুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মাইনউদ্দিন। চাইল্ড প্রটেকশন স্পেশালিষ্ট, প্ল্যান ইন্টারন্যাশনানের সুমনা চৌধুরী,ঢাকা আহ্ছানিয়া মিশনের ডিভিশনাল ম্যানেজার মো: ফিরোজ আহমদ।ঢাকা আহ্ছানীয়া মিসনের বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী কবির উদ্দীন।
প্রধান অথিতির বক্তব্য জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, বাল্যবিবাহ রোধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যমের ব্যাপক ভূমিকা রাখতে পারে। বাল্য বিবাহ সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রন্থ করে। তাই বাল্য বিবাহ রোধে সকলকে যার যার অবস্থান স্বোচ্ছার হতে হবে। লিখনির মাধ্যমে জনসচেতনতা তৈরি করলে পারলে সমাজ থেকে বাল্য নিরোধ করা সম্ভব বলেও জানান।
তিনি সমাজে যে কোন স্থানে বাল্য বিবাহ সংবাদ পেলে প্রশাসনকে জানানোর জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহবান জানান। দিনব্যাপি এই ওরিয়েন্টেশনে প্রায় ৩০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।