প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৩
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচী পালন করেন।শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সোমবার দিবাগত রাত ১২.০১ মিনিটে উপজেলা শহীদ মিনার চত্বরে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
২১ ফেব্রুয়ারী ২০২৩ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন, জাতীয় সংসদ ব্রাহ্মণবাড়িয়া-৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. নাজমুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ সরাইল থানা,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এড. আশরাফ উদ্দিন মনতু, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি।আলোচনা সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা।