প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ১:২১
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (১৯৯৩-৯৪ সেশন) ২২তম ব্যাচের শিক্ষার্থীদের ১ম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) বরিশাল নগরের নিসর্গ পার্কে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। বিজয়ের মাসে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে মিলনমেলার কর্মসূচি শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ (অব) প্রফেসর মো. সোহরাব হোসেন, রাজবাড়ী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (অব) প্রফেসর মো. মাকসুদুর রহমান খান, ঝালকাঠী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (অব) প্রফেসর মো. জাহাঙ্গীর খান, সরকারি বিএম কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর খান মো. গাউস মোসাদ্দিক ও সহযোগী অধ্যাপক আকতার উদ্দিন। এসময় তাঁদের ক্রেস্ট ও উত্তোরীয় পরিয়ে সম্মানিত করেন উপস্থিত শিক্ষর্থীরা।
উপস্থিত শিক্ষকগণ তাদের বক্তব্যে বলেন, আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী (বিএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ্যালামনাই। জমকালো এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌবিহারের ব্যবস্থা থাকবে বলে জানান তারা।
এছাড়া (বিএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রয়াত প্রফেসর মো. সাইদুল ইসলাম, প্রফেসর মো. সিদ্দিকুর রহমান, প্রফেসর ম্যাথিউজ সরজ বিশ্বাস, প্রফেসর রেজাউল হক, প্রফেসর সামসুল আলম, প্রফেসর দেলোয়ারা বেগম ও প্রফেসর আবদুর রব তালুকদার ও সহযোগী অধ্যাপক আবুল হোসেনসহ আমাদের সহপাঠী বন্ধু লাভলী বেগমসহ সকল শিক্ষকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়।
মারুফা খানম ডালিয়ার উপস্থাপনায় অনিন্দ সুন্দর এ মেলায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. রিয়াদুল ইসলাম।
এসময় দীর্ঘ ২২ বছর পরে এই আনন্দঘন মুহুর্তে সকলেই তাদের অভিমত ব্যক্ত করেন। বন্ধুদের পরিচয়পর্বে তাদের কর্মময় জীবনের আনন্দ-বেদনা, পরিবারের কাউকে চিরদিনের জন্য হারানোর ঘটনা হৃদয়কে স্পর্ষ করে।
মধ্যহ্ন ভোজের পর লাকী কুপন ড্র ও কেক কাটা হয়।