প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ১:১৬
টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের জালিয়াপাড়ায় কোস্ট গার্ডের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে।
গোপন সংবাদের ১৭ নভেম্বর দেড়টার দিকে বাংলদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক লেফটেন্যান্ট রাগিব তানজুম স্বর্নাভ এর নেতৃত্বে সেন্টমার্টিনের জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন জালিয়াপাড়ার প্যারাবনের ভিতরে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১ টি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তাগুলো তল্লাশি করে মিয়ানমারের ৬০০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৮ বোতল মদ এবং ২০০ ক্যান কমান্ডো এনার্জি ড্রিংক জব্দ করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।