ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক দুলাল শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে পৌরসভার মালিপুর এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাব আলী জানান, দুলাল শরীফের বিরুদ্ধে থানায় দায়ের করা একটি জিআর মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যায় নলছিটি শহরের ব্যবসায়ী আজমল হোসেনের সোনালী ট্রেডার্সে দেশীয় অস্ত্রধারী ক্যাডারদের নিয়ে হামলা চালান দুলাল শরীফ। ওই সময় দোকানের ক্যাশ থেকে প্রায় ৪০ হাজার টাকা লুট করা হয়। এছাড়া দোকানের মালামাল ভাঙচুর এবং সামনে থাকা মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত করা হয়।
ব্যবসায়ী আজমল হোসেন জানান, সে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় নিরাপত্তার ভয় ও রাজনৈতিক চাপের কারণে তিনি মামলা করতে পারেননি। তবে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সরকারের পরিবর্তনের পর সাহস সঞ্চয় করে তিনি থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে নলছিটির বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দুলাল শরীফের নাম বিতর্কিত ছিল। তার গ্রেপ্তারকে স্থানীয় অনেকেই “দীর্ঘ অপেক্ষার পর ন্যায়ের প্রথম ধাপ” হিসেবে দেখছেন।