প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ২:১৭
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার ৪টি এতিমখানায় ইফতার বিতরণ ও দোয়ায় আয়োজন করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলা ছাত্রলীগের ব্যাক্তিগত উদ্যোগে ৪টি এতিমখানায় গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে ইফতার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসাইন, উজানচর, দেবগ্রাম, দৌলতদিয়া ও ছোট ভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যন্যা নেতৃবৃন্দ প্রমুখ।