https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মার্কেট ছন্দে ফিরলেও ক্রেতা নেই বরিশালের ঈদ বাজারে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ২:১৩

শেয়ার করুনঃ
মার্কেট ছন্দে ফিরলেও ক্রেতা নেই বরিশালের ঈদ বাজারে

বৈশ্বিক মহামারী করোনায় দু’বছরের খরা কাটিয়ে ছন্দে ফিরেছে বাজার। তবে ক্রেতা সমাগম তেমন একটা নেই বাজারে। ঈদ এলে বরিশালে মার্কেটগুলো ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠে। গত দু’বছরের তুলনায় ঈদ মার্কেটে ভীর কিছুটা বাড়লেও বেচাকেনা বাড়েনি। ভিড়ের তুলনায় কেনার দিকে আগ্রহ কম বলে বিক্রেতাদের দাবী। অপরদিকে ক্রেতারা বলছেন, দুই বছর পর মার্কেটে নতুন কালেকশন কি এসেছে তা যাচাই করে কিনবেন তারা। গত দু’বছরের লোকসান কাটাতে এ বছর বড় বাজেট নিয়ে ঈদ বাজারে ব্যবসা শুরু করলেও ক্রেতা না থাকায় চিন্তার ভাঁজ পড়ছে বিক্রেতাদের কপালে। তবুও ব্যবসায়ীদের আশা ১৫ রমজানের পর বেচাকেনা বাড়বে। গত শনি ও রবিবার বরিশালে ব্যস্ততম চকবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে বরিশাল নগরীর চকবাজার, কাটপট্টি, গীর্জামহল্লা, সিটি মার্কেটসহ বিভিন্ন বিপনী বিতান ঘুরে দেখা যায় এসব মার্কেটের কসমেটিকস, জুয়েলারি, ইমিটেশন গোল্ড, জুতা-স্যান্ডেলসহ অন্যান্য পণ্যের তেমন বিক্রি নেই। চোখে পড়ার মতো ক্রেতারও দেখা মেলেনি সেখানে। তবে শিশুদের পোশাকের দোকানগুলোতে কিছু ক্রেতা থাকলেও তা ছিলো স্বাভাবিক দিনের মতোই। বিক্রেতারা বলছেন, এখনও বিক্রি জমে উঠেনি। অনেক আশা নিয়ে দোকানে মালামাল উঠালেও তারা ক্রেতা পাচ্ছেন না। তবে এখনও তারা আশা করছেন যে বিক্রি জমে উঠবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দেখা গেছে, মার্কেটে পোশাকে নতুনত্বের সঙ্গে দামের তারতম্য রয়েছে। প্রতিটি পোশাকেরই দাম কিছুটা বেড়েছে। এবারের ঈদ আয়োজনে রয়েছে- শিশুদের শার্ট, ফতুয়া, শর্ট স্লীভ, ফুল স্লীভ লং প্যান্ট, কোয়ার্টার প্যান্ট ও বিভিন্ন রংয়ের পাঞ্জাবি। মেয়ে শিশুদের জন্য রয়েছে- ফ্রক, পার্টি ফ্রক, ফ্যাশন টপস, থ্রি পিস, জাম্প স্যুট, নীমা সেট, টপ বটম সেট, লং ও শর্ট স্লীভ শার্ট। পুরুষের জন্য রয়েছে- হালকা ও টেকসই ফেব্রিকের তৈরি বিভিন্ন রংয়ের পাঞ্জাবি কালেকশন, শার্ট, টি-শার্ট, ইজি কেয়ার শার্ট, পাজামা, ডেনিম প্যান্টস, কাইতেকি প্যান্টস, জিন্স ও গ্যাবাডিং। আর মেয়েদের জন্য রয়েছে- থ্রি পিস, টু পিস, কাজ করা জর্জেট কামিজ, ভিসকস কামিজ, বিভিন্ন রংয়ের প্রিন্ট লং শার্ট, টপস, টিউনিকস, কামিজের জন্য রয়েছে এমব্রয়ডারি স্ক্যান্টস ও লেগিংস। এসব পোশাক পাওয়া যাচ্ছে ৪৫০ থেকে চার হাজার টাকার মধ্যে। এছাড়া মেয়েদের নানা কালেকশনের বোরকা পাওয়া যাচ্ছে ৬৫০ থেকে তিন হাজার ৫০০ টাকার মধ্যে।

চকবাজারে শিশুদের পোশাক কিনছিলেন রাবেয়া বেগম। তিনি বলেন, করোনার ভয় কেটে যাওয়ার সন্তানদের নিয়েই মার্কেটে এসেছেন তিনি। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পোশাকের দাম অনেক বেশি বলে জানান তিনি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কসমেটিকের দোকানে কথা হয় তুলি আক্তারের সাথে। তিনি বলেন, এখনই কসমেটিক না কিনলেও নতুন কি কালেকশন এসেছে তা দেখছেন। 

এম.আলী ক্লথ হাউজের ম্যানেজার আওলাদ হোসেন জানান, গত দুই বছর করোনার কারণে বিক্রি হয়নি। এবার পুরো প্রস্তুতি নিয়ে রেখেছি, আশা করি বিক্রি ভালো হবে। কিন্তু এখনও বিক্রি জমে উঠেনি। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কসমেটিকস ও ইমিটেশন ব্যবসায়ী রফিক বলেন, এখনও ক্রেতা আসেনি। যা বিক্রি হচ্ছে তা সপ্তাহের অন্যান্য দিনের মতোই। মনে হচ্ছে এবারও লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের। তবে ১৫ রোজার পর থেকে ক্রেতার দেখা পাওয়া যাবে বলে জানিয়ে তিনি বলেন, প্রতি বছর রোজার মাঝামাঝিতে কেনাকাটা জমে উঠে। তাই এবারও জমবে বলে আশা করি।

https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ইতিহাসে সর্বোচ্চ দাম, স্বর্ণের বাজারে বড় ঝাঁকুনি

ইতিহাসে সর্বোচ্চ দাম, স্বর্ণের বাজারে বড় ঝাঁকুনি

পবিত্র ঈদুল ফিতরের আগে বাংলাদেশে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১ হাজার ৭৭৩ টাকা বেড়ে এখন এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা দাঁড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই দাম ২৯ মার্চ থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে

চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজের অবস্থান নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজের অবস্থান নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজগুলোর অনিয়ন্ত্রিত অবস্থান ঠেকাতে কড়া নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বড় জাহাজ থেকে পণ্য খালাসের পর ৭২ ঘণ্টার মধ্যে তা নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই নির্দেশনা জারি করা হয় এবং শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে, মাদার

বাংলাদেশে পাকিস্তানের চাল রপ্তানি, বাণিজ্যে নতুন দিগন্ত

বাংলাদেশে পাকিস্তানের চাল রপ্তানি, বাণিজ্যে নতুন দিগন্ত

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। শনিবার এক্সপ্রেস নিউজ জানিয়েছে, প্রথম সরকারি অনুমোদিত চালান পাকিস্তানের পোর্ট কাসিম থেকে বাংলাদেশে রওনা হয়েছে। এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।   বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে ৫০,০০০ টন চাল কেনার চুক্তি

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে ইলিশ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে ইলিশ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ ঘোষণা দেন। তিনি জানান, ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকলেও এবার প্রবাসীদের অনুরোধে সীমিত আকারে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।  ২০২৩-২৪ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ছিল ৫ দশমিক ৩০

সয়াবিন তেলের সরবরাহ বাড়ছে, রোজার আগে মিলবে স্বস্তি

সয়াবিন তেলের সরবরাহ বাড়ছে, রোজার আগে মিলবে স্বস্তি

সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বারবার সংকট তৈরি করে দাম বাড়ানোর কৌশল সফলভাবে প্রয়োগ করছে। গত ডিসেম্বরে বাজার থেকে সয়াবিন তেল উধাও হলে সরকারকে ৮ টাকা দাম বাড়াতে বাধ্য করা হয়। সরবরাহ স্বাভাবিক হলেও কিছুদিন পর আবার তেলের সংকট তৈরি হয়েছে। আসন্ন রমজান মাসেও এই সংকট থাকবে কিনা, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে রোববার ভোক্তা অধিদপ্তরের এক বৈঠকে পাইকারি