প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ২৩:৫৫
নওগাঁর ধামইরহাটে হিরোইন,ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এব্যাপারে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির বলেন, গত শুক্রবার বিকেলে স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে উপজেলার শল্পী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৬০ গ্রাম হেরোইন এবং ১০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সরইষা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ ছমির হোসেন (৩৫) দেবনগর গ্রামের শাহাজাহান আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম ফিটু (৩৫) এবং ধামইরহাট থানার পশুরামপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মোঃ মহরম (৫০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন ও ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং জয়পুরহাটসহ বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
এব্যাপারে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।