প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ০:৪৪
২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গঠনের লক্ষে এগিয়ে চলছে, দেশ তাই ধারাবাহিকতায় ২০০/সালের পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং আগামী ২০৫০ সালের কি ধরনের উন্নয়ন পরিকল্পনা গ্রহন করা হবে এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর পৌরসভার উন্নয়ন মুলক কাজের শত কোটি টাকার প্রকল্পর অধিনে কাজ করার নিমিত্তে এমসিএসপির ৬ সদস্যের প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে ঢাকা এমসিএসপি এর আয়োজনে হাকিমপুর পৌর সভা কার্য্যলয়ে পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম,সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব,এমজিএসপির প্রতিনিধি তরিকুল বাসার,থানার ওসি ফেরদৌস ওয়াহিদ,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,এমজিএসপি এলাজইডি ডেপলপমেন্ট প্রকল্পের অফিসার মিজানুর রহমান ও ইকবাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা বলেন,হিলি স্থলবন্দরের বাইপাস সড়ক,বিনোদনের জন্য পার্ক, ট্রাক টামিনাল ব্যবস্থা, খেলার মাঠ, স্টেডিয়াম, রেল যোগাযোগ উন্নয়ন, রেস্ট হাউজ, ড্রেন ব্যবস্থা,চারমাথা ওভার ব্রীজ নির্মাণ, হিলি বাজারে পৌর মাকেট বহুতলা,মাদকাসক্ত নিয়াময় কেন্দ্র, সুইমিংপুল, কমিউনিটি সেন্টার, অডিটারিয়াম, রাস্তায় আলোর ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় হাকিমপুর উন্নয়ন করা হবে।