প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৯:৬
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুলের পাঠধারী এলাকায় পাকা রাস্তা নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ, যা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। পাঠধারী বাজার থেকে হবিবপুর আঞ্চলিক সড়কের বক্কার সরকারের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তার নির্মাণকাজ শুরু হলেও সেখানে তিন নম্বর ইটের খোয়া ও মানহীন নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কাজটি বাস্তবায়ন করছে তালুকদার এন্টারপ্রাইজ নামে একটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান।
গত শুক্রবার সকালে নির্মাণ কাজে ব্যবহৃত নিম্নমানের খোয়া এলাকাবাসীর নজরে এলে তারা কাজ বন্ধ করে দেন। স্থানীয়রা জানান, এই প্রকল্পে ৬২ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও ঠিকাদার মৃদুল ও তার লোকজন বিভিন্ন ইটভাটা থেকে নিম্নমানের খোয়া এনে রাস্তার সলিংয়ের কাজ চালিয়ে যাচ্ছিলেন। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ চালিয়ে যেতে চেয়েছেন বলে অভিযোগ ওঠে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এমন নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করলে কিছুদিনের মধ্যেই তা ভেঙে যাবে, যা জনভোগান্তি বাড়াবে। প্রতিবাদ জানালে এলাকার কয়েকজনকে হুমকিও দেওয়া হয়েছে বলে জানান একাধিক ব্যক্তি। এমন অবস্থায় তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তালুকদার এন্টারপ্রাইজের মালিক মৃদুল ও আনোয়ার সাংবাদিকদের জানান, ভাটার মালিক ভুল করে কিছু নিম্নমানের খোয়া পাঠিয়েছে, যা তারা ফিরিয়ে দিচ্ছেন। যদিও এলাকাবাসীর অভিযোগ বলছে, তারা এসব মালামাল ব্যবহারের চেষ্টা করেছেন এবং বাধা দেওয়া সত্ত্বেও থামেননি।
এ বিষয়ে কথা বলতে গিয়ে উপজেলা ইঞ্জিনিয়ার মো. শহিদুল্লাহ বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।
এলাকাবাসীর দাবি, সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এই ধরনের অনিয়ম আরও বাড়বে। ফলে সরকারি অর্থের অপচয় যেমন হবে, তেমনি জনসাধারণের উন্নয়নের আশা থাকবে ভঙ্গুর।