প্রকাশ: ২৩ মে ২০২৫, ২১:৪১
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধান উপদেষ্টাকে দায়িত্বে থেকেই রাজনৈতিক সংকটের সমাধান করতে হবে। শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, দেশে গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করার একটি চক্রান্ত চলছে। উদ্দেশ্য একটাই—আবার যেন এক-এগারোর মতো পরিস্থিতি তৈরি করা যায়। তিনি এটিকে গভীর ষড়যন্ত্র বলে আখ্যা দেন এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি তাঁর পোস্টে দাবি করেন, বাংলাদেশকে বারবার ভাঙনের পথে ঠেলে দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যকে বারবার নষ্ট করা হয়েছে। এসবই করা হয়েছে যেন দেশকে দুর্বল করে রাখা যায় এবং বাহ্যিক হস্তক্ষেপ সহজ হয়।
নাহিদ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বিদেশি শক্তি বিশেষ করে দিল্লি থেকে নতুন করে একটি অস্থিতিশীলতা তৈরির ছক কষা হচ্ছে। যার উদ্দেশ্য, দেশের ভিতরেই বিভাজন ও সংঘাত ছড়ানো।
এ প্রেক্ষিতে তিনি দাবি করেন, সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকদের এখনই সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। যেন দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বিপন্ন না হয়।
তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, এ সময় কোনো বিভেদ বা গোষ্ঠীগত স্বার্থ নিয়ে চলা মানেই জাতির বিরুদ্ধে কাজ করা। জাতীয় স্বার্থই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যে দিতে হবে। একইসঙ্গে নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ প্রকাশ এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একসঙ্গে আয়োজনেরও দাবি জানান।
এনসিপি আহ্বায়কের এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রতি সরাসরি দায়িত্ব পালনের আহ্বান এবং সেনাবাহিনীকে সচেষ্ট থাকার বার্তা এখন রাজনৈতিক পরিমণ্ডলে গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে।