প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ২৩:৩৪
মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামী আনোয়ার হোসেন (৩৫) কে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আনোয়ার উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেন আকনের ছেলে।
মঠবাড়িয়া থানার এসআই সজল ইসলাম জানান, উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে একটি ডাকাতির ঘটনায় চলতি বছরের ৮ জুন মঠবাড়িয়া থানায় একটি মামলা হয়। আনোয়ার এ মামলার এজাহার ভুক্ত আসামী।
সে পুলিশের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধানীসাফা বাজার থেকে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, গ্রেপ্তারকৃত আসামী আনোয়ারকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।