প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ১৮:৯
নওগাঁ শহরের চুরিপট্টিতে ‘সাঁজ ঘর’ নামে এক কসমেটিকের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল দিকে শহরের চুড়িপট্টি এলাকার চাঁদনীচক মার্কেটের ৫ম তলায় গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নওগাঁ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গোডাউন মালিক জানিয়েছেন।
স্থানীয় কসমেটিকস এর দোকান জুয়েল রানা জানান, হঠাৎ করেই বিকেলে চাঁদনীচক মার্কেটের ৫ম তলায় অবস্থিত সাঁজ ঘরের গোডাউন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তাৎক্ষণিক আশেপাশের দোকানিরা ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ঘটনাস্থলে গিয়ে পৌঁছে। পরে ২ ঘন্টা প্রচেষ্টায় ফায়ার সার্ভিস সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রনে আনে।
রেজাউল হোসেন নামের স্থানীয় আরেক দোকানদার বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে মনে হয়। এই অগ্নিকান্ডে তার অনেক মালামাল পুড়ে গেছে। তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেক কষ্ট করে বাহাদুর ভাই তার ব্যবসাকে দাঁড় করেছে। প্রায় ৮-১০বছর থেকে এখানে সে ব্যবসা করছে। হঠ্যাৎ করে তার এমন ক্ষতি হয়ে গেল।
সাঁজঘরের মালিক শামীম বাহাদুর বলেন, গোডাউনে বিভিন্ন মূল্যবান কসমেটিক, গিফট ও বিবাহের শেরওয়ানীসহ জন্য যাবতীয় সামগ্রী রাখা ছিলো। সকালেও সবকিছু ঠিকঠাক ছিলো। বিকেলে গোডাউনে আগুন লেগে পুরো মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে করে আমার প্রায় ১৫লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, এই ব্যবসা করেই আমি জীবিকা নির্বাহ করি। এখন এত টাকার ক্ষতি কিভাবে সামাল দিবো। আবার কিভাবে ব্যবসা দাঁড় করাবো ভেবে পাচ্ছিনা। অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেল আমার।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) নজরুল ইসলাম জুয়েল জানান, সাঁজঘরের গোডাউনে অগুন লাগার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে গিয়েছিল। নওগাঁ ফায়ার সার্ভিস ২ঘন্টা চেষ্টার আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই মূলত অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপপরিচালক একেএম মোরশেদ বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় সার্ভিসের ইউনিট। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। সেখানে ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসলেও পুরোপুরি আগুন নেভাতে প্রায় ২ ঘন্টা সময় লেগেছে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক সয়যোগ বা বিদ্যুৎ ব্যবহারে সকলের আরও সচেতন হতে হবে। তারপর এমন ঘটনা হঠ্যাৎ করেই ঘটে যায়। বাহাদুর এর গোডাউনে আগুন লাগার কারনে প্রায় ১৫-১৮লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছি। তবে সঠিক ক্ষতির হিসাব তিনিই বলতে পারবেন ভালো করে।