প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ২:৪৫
ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষত করে ছিনতাই নাটক সাজিয়েও পার পেলেন না 'নগদ' এর সেলস কর্মী। ঘটনাস্থলে না গিয়েই তিনি ছিনতাইয়ের অভিযোগ করেন পুলিশের কাছে। তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সিসি ক্যামেরায় ধরা পড়লেন প্রতারক নুরুল্লা মোমেন।
পরে অভিযোগকারী স্বীকার করেন অন্য কেউ নয়, নিজেই সাজিয়েছিলেন ছিনতাইয়ের নাটক।
গতকাল রবিবার বরিশাল সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের বৈদ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানিয়েছেন, ছিনতাই নাটক সাজানো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি মোবাইল ব্যাংকিং নগদের ড্রিস্টিবিউটর সেলস অফিসার (ডিএসও) নূরুল্লা মোমেন। তার বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।
একই সঙ্গে ঘটনার পরিকল্পনায় সহযোগী আরো অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, রবিবার সন্ধ্যার পরে বৈদ্যপাড়া এলাকা থেকে নগদের সেলস অফিসার নূরুল্লা মোমেনের ৮ লাখ টাকা ছিনতাই হওয়ার অভিযোগ ওঠে। এসময় তার হাতে ধারালো অস্ত্রের আঘাতও করা হয় বলে পুলিশকে জানানো হয়।
অভিযোগকারী নূরুল্লাহ মোমেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, কলেজ রোড, কলেজ অ্যাভিনিউ ও বৈদ্যপাড়া এলাকায় তিনি নগদের প্রায় ২ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। মাঝপথে তিনি ছিনতাইয়ের কবলে পড়েন।
তবে পুলিশের সিসি ক্যামেরায় ঘটনার এক ঘণ্টা আগে ও পরে ঘটনাস্থলে নূরুল্লাহ মোমেনকে দেখা যায়নি। যদি তিনি ঘটনাস্থলেই না যান তাহলে কীভাবে ছিনতাইয়ের কবলে পড়েন এ প্রশ্নের কোনো জবাব তিনি দিতে পারেননি।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি ছিনতাইয়ের কবলে পড়েননি। মূলত নগদের ৮ লাখ টাকা আত্মসাৎ করার জন্য নাটক সাজিয়েছেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা ১ লাখ ৭৬ হাজার টাকা তিনি আত্মসাৎ করেছেন।
তার কাছে রাখা বাকি টাকাও আত্মসাতের পরিকল্পনা ছিল তাই ৮ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেন।
ওসি নুরুল ইসলাম বলেন, আত্মসাৎ পরিকল্পনায় সহায়তাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।