প্রকাশ: ১ জুলাই ২০২১, ২২:৫৪
মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী ‘কঠোর লকডাউনের’ প্রথম দিন বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বৃষ্টিকে উপেক্ষা করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন কঠোর অবস্থান কার্যকর করতে
মহাসড়ক, বাজার সহ বিভিন্ন এলাকায় প্রশাসনের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তারা লোক চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে সড়কগুলোতে কিছু রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন, উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর কে সাথে নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট, বাস স্ট্যান্ড, গোয়ালন্দ বাজার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি মাঠ পর্যায়ে কর্মরত প্রশাসনের সদস্যদের সঙ্গে কথা বলেন। লকডাউন সফল করতেই সবার সহায়তা কামনা করেন। পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন উপজেলা প্রশাসন। এদিকে উপজেলা রোভার স্কাউট সদস্যরাও এই দুর্যোগ সময়ে লকডাউন সফল করতে ভলেন্টিয়ার এর ভূমিকা পালন করছেন। এছাড়া লকডাউন সফল করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এদিকে সকালে দৌলদিয়া ফেরিঘাট সহ বেশ কয়েকটি সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা যায়। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে; চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছে না তারা। সড়কে থামিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন- এমন সব
প্রশ্নের পর যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে। না হয় ফিরিয়ে দেয়া হচ্ছে সবাইকে। রাস্তায় গণপরিবহন চলছে না। চলছে ব্যক্তিগত অফিসের কিছু গাড়ি। রিকশা চালু আছে। অনেকেই গন্তব্যে যাচ্ছেন পায়ে হেঁটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন জানান, গোয়ালন্দের মানুষ আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। গোয়ালন্দের অধিকাংশ মানুষই লকডাউন সফল করতে প্রশাসনের সকল বিধিনিষেধ পালন করেছে এবারও তার ব্যতিক্রম হবে না। তবে কিছু মানুষ বিধি-নিষেধ উপেক্ষা করে
অযথাই বাইরে ঘোরাফেরা করেছেন যার ফলে গোয়ালন্দে করোনার সংক্রমণ কিন্তুু দিন দিন বেড়েই চলেছে। এমতাবস্থায় আমাদের ঘরে থাকার কোনো বিকল্প নেই। যারা অযথা বাইরে ঘোরাফেরা করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।