প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৬:১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন ফরম সংগ্রহের পর চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। ঘোষিত প্যানেলে ভিপি পদে লড়বেন সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান।
সদস্য পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সর্ব মিত্র চাকমা। প্যানেলে ১৩টি সদস্য পদ রয়েছে, যার মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং সেক্রেটারি মোছা আফসানা আক্তার। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়বেন ২০২৪ সালের জুলাই আন্দোলনে চোখ হারানো শিক্ষার্থী খান জসীম।
প্যানেলের অন্যান্য সম্পাদক পদে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির। ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে আছেন আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া। শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, এই প্যানেল শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, শিক্ষার মান উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম সাদ্দাম সাংবাদিকদের জানান, প্যানেলটি একত্রে কাজ করে শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে।
এছাড়াও প্যানেলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ভেতরের বিভিন্ন পরিষদ, ক্লাব এবং সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব গড়ে তুলবে বলে আশা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং নতুন কেন্দ্রীয় ছাত্র সংসদ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দায়িত্ব পালন করবে।
শিবিরের এই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার মাধ্যমে ঢাবি নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে সমন্বয় ও শিক্ষার্থীদের জন্য কার্যকর নেতৃত্ব প্রদানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা এখন আগ্রহ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচনের দিনকে অপেক্ষা করছে।