প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১১:৪৫
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল কর্মীর গুলিতে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান।
গুলিবিদ্ধরা হলেন মো. সজীব হোসেন (২০) এবং মো. তুষার (২১)। তারা দুজনই গোপালপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের কর্মী এবং একই এলাকার বাসিন্দা। বর্তমানে তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখা নিয়ে জামায়াত কর্মী রাসেল এবং বিএনপি কর্মী মানিকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের নেতৃত্বে একদল যুবক অস্ত্রের মহড়া দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
শনিবার রাতেও তারা জামায়াত কর্মীদের খুঁজে বের করতে অস্ত্র নিয়ে তল্লাশি চালায় বলে অভিযোগ উঠেছে। এরপর রবিবার সন্ধ্যায় স্থানীয় মুরুব্বিদের মধ্যস্থতায় বিরোধ মীমাংসার বৈঠক হলেও বৈঠকের পরপরই হামলার ঘটনা ঘটে।
জামায়াতের যুব বিভাগের সভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন, যুবদল ও ছাত্রদলের কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় হাবিব নামে যুবদল কর্মী এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে তাদের দুই কর্মী আহত হন এবং দ্রুত স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।
এদিকে, হামলার অভিযোগে অভিযুক্ত যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
যোগাযোগ করা হলে জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানান।
ওসি লিটন দেওয়ান জানান, ফুটবল খেলার আসন ও খেলোয়াড় নির্বাচনে অসন্তোষকে কেন্দ্র করেই এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল। যদিও সন্ধ্যায় মুরুব্বিদের বৈঠকে বিষয়টি মীমাংসা করা হয়েছিল, তবে এর কিছুক্ষণ পরেই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।