প্রকাশ: ৭ মে ২০২১, ৪:৪
নওগাঁয় ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ । শুক্রবার (০৭ মে) বিকেল ৪ টার দিকে মহাদেবপুর উপজেলার নাওহাটা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ফাতেয়াবাদ গ্রামের কনু মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকার সুরুজ আলীর ছেলে ট্রাক ড্রাইভার আক্তার হোসেন (৩৮) এবং একই এলাকার ফরিদ শেখের ছেলে ট্রাকের হেলপার নাজিম শেখ (২০)।
র্যাব-৫ এর ( শুক্রবার ) পক্ষ থেকে রাত ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি একটি ধান বোঝায় বহনকারী ট্রাকে করে গাঁজা নিয়ে যাওয়া হবে। এমন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর উপজেলার নাওহাটা এলাকায় অভিযান চালিয়ে একটি ধান বোঝাই ট্রাকের ধানের বস্তার ভিতর থেকে ৪০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
এছাড়াও এসময় ৪৫ বস্তা ( ৫ কেজি ওজনের ) ধান,গাড়ীর কাগজপত্রসহ বহনকারী একটি বড় ট্রাক, ১১শ টাকা, ৪টি মোবাইল সেট জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ( ওসি ) আজম উদ্দিন মাহমুদ জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় র্যাব এর পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে সন্ধ্যায় আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১